যা করতে হবেঃ
http://www.mobilethink.com/grameenphone/external/wizard.form
এই সাইটে গেলে উপরের চিত্রের মত প্রথমে আপনার মোবাইল সেটের ব্যার্ন্ড এর নাম যেমনঃ Nokia সিলেক্ট করুণ এর পর মডেল নম্বর , তার পর কি সেটিংস দরকার সেটি সিলেক্ট , সার্ভিস টাইপ,কানেকসন টাইপ সিলেক্ট করে মোবাইল নম্বর দিয়ে সেন্ট করুণ।
এর পর আপনার মোবাইলে চার ডিজিটের Authentication code: কোড চলে আসবে । এবার Authentication code: এর ঘরে সেই কোড দিয়ে সেন্ড করলেই আপনার কাঙ্খিত সেটিং পেয়ে যাবেন।
সেটিংস সেভ করার সময় পাসওয়ার্ড চাইলে ১২৩৪ দিন।
ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ
ধরুন আপনি বাংলাদেশে এবং আপনার বন্ধু বিদেশে। আপনার বন্ধু কম্পিউটারে খুব বেশী দক্ষ না। আপনি আপনার বন্ধুকে কিছু শেখাতে চান বা তার কম্পিউটারের কিছু কাজ করে দিতে চান। কিন্তু দুজন হাজার কিলোমিটার দুরে থেকে কিভাবে এটা সম্ভব। Team viewer সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার বন্ধুর কম্পিউটার ব্যবহার করতে পারবেন, ফলে আপনি তাকে যেমন কিছু শেখাতে পারবেন তেমনই তার বিভিন্ন কাজও করে দিতে পারবেন। এজন্য অবশ্যই উভই কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং টিমভিউয়ার সফটওয়্যার ইনষ্টল থাকতে হবে।
এজন্য উভয়ই www.teamviewer.com থেকে বিনা মূল্যে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার উভয়ই সফটওয়্যারটি চালু করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে Your Details অংশে ID এবং Password আসবে। যেহেতু আপনি আপনার বন্ধুর কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন তাই আপনার বন্ধুর কাছ থেকে এসএমএস, ফোন, মোবাইল, ম্যাসেজ (চ্যাট) বা ইমেইলের মাধ্যমে তার টিমভিউয়ারের ID এবং Password জেনে নিন। এখন আপনার টিমভিউয়ারের (Remote Support নির্বাচন রেখে) Partner Details এর ID অংশে আপনার বন্ধুর দেওয়া আইডি লিখে Connect Partner বাটনে ক্লিক করুন। তাহলে সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের টিমভিউয়ার পরীক্ষা করবে। এবপরে পাসওয়ার্ড চাইলে আপনার বন্ধুর দেওয়া পাসওয়ার্ড লিখে Log On বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার বন্ধুর দেওয়া আইডির টাইটেলে একটা উইন্ডো আসবে, যা আপনার বন্ধুর কম্পিউটারের ডেক্সটপ। এখন আপনি উক্ত ডেস্কটপের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ (ফাইল/ফোল্ডার তৈরী, ডিলিট করা, টাইপ করা, সফটওয়্যার ইনষ্টল করা, ডাউনলোড করা, গান দেখা ইত্যাদি) করতে পারবেন। মোট কথা ইন্টারনেটর সংযোগ অক্ষুন্ন রেখে কম্পিউটার লগঅফ/সার্টডাউন ছাড়া বাকি সবই করতে পারবেণ। এছাড়াও File transfer থেকে সংযোগ নিলে আপনার নিজের কম্পিউটারের ফাইল আপনার বন্ধুর কম্পিউটারের মধ্যে ফাইল/ফোল্ডার আদান প্রদান করতে পারবেন।
ইহাহু মেসেজ্ঞার থেকে কথা বলা
এ জন্য আপনার লাগবে ইয়াহু মেসেঞ্জারের সর্বশেষ ভার্সন
১।প্রথমে লগইন করুন
২।তারপর এইখানে 18003733411নাম্বারটি লিখুন এবং এন্টার চাপুন ।
৩।তারপর কিছু প্যাঁচাল শুনতে পারবেন,তাদের কিছু সার্ভিসের নাম বলবে এবং অপেক্ষা করুন কখন "ফ্রি কল" এই কথাটি বলে ।
৪।এটা শুনার পর আপনিও একটু জোরে বলুন "ফ্রি কল"।
যদি একবারেই সার্ভিসটি পেয়ে যান তো ভালই,আর যদি আপনাকে "go back" করতে বলে তাহলে আর একবার বলুন "ফ্রি কল"
৫।এরপর ব্যস্ত না থাকলে আপনাকে কান্ট্রি কোড+মোবাইল/ল্যান্ডফোনের নাম্বারটি টাইপ করতে বলে এবং নাম্বারটি টাইপ করুন।যেমন-(৮৮০১৭২৪............/৮৮০২৮৮.........)
এরপর টানা ৫ মিনিট কথা বলতে পারবেন এবং কত বার করতে পারবেন??? এটার কোন লিমিট নেই,যতবার লাইন পাবেন ততবার।আপনাকে বেশী ভাগ সময়ই হয়তো শুনতে হবে লাইন ব্যস্ত আছে ,নিরাশ হওয়ার কিছু নেই এটা পরীক্ষিত।এভাবে আমি প্রায়ই দিনে ২ থেকে ৩ জনের সাথে মোবাইলে কথা বলি ।তবে দুপুর ২-৩টার দিকে খুব সহজেই লাইন পাওয়া যায়।
কাজ করল কিনা কমেন্টস করে জানাবেন ।
ধন্যবাদ ।
Yahoo মেসেঞ্জারের ওয়েবক্যাম ভিডিও রেকর্ড করুন
আপানর প্রিয় বন্ধুর সাথে Yahoo মেসেঞ্জারে চ্যাট করছেন এবং ওনার ওয়েবক্যাম দেখছেন। হটাৎ আপনার মনে হল ওয়েবক্যামের ভিডিও রেকর্ড করার কথা। কিন্তু ভাবছেন কিভাবে করবেন? চিন্তার কিছু নাই। আছে সফটওয়্যার যা দিয়ে খুব সহজেই আপনি Yahoo মেসেঞ্জারের যে কোন ওয়েবক্যামের ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং তা পরে দেখতে ও পারবেন। সফটওয়্যারটির নাম হল EatCam Webcam Recorder for Yahoo! Messenger।
আশা করি আপনাদের কাজে আসবে। ডাউনলোড করবেন নিছের লিংক থেকে।