পৃষ্ঠাসমূহ

বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১০

প্রায় ২১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি শিক্ষকের মাসিক বেতন ১৪৯টাকা আট আনা!

শিরনাম দেখে অবাক হলেন বুঝি? বা বিশ্বাস হচ্ছেনা। ভাবছেন, এ আমি কি বাজে বকতেছি। হয়তোবা ভাবছেন, সিকি, আনা, পয়সার প্রচলন হিসাবের অধ্যায়ে প্রায় নেই বা একজন দিনমজুরের দৈনিক বেতন পয়ন্ত ২০০ বা ২৫০ টাকার অধিক।

আর বত্রমান সরকারের নতুন পে-স্কেলের রাষ্ট্রের একজন করমচারীর বেতন নূন্যতম ৪ হাজার টাকা নিধারিত। সেখানে আমার এম্ব শিরোনাম অবশ্যি অবাক করার এবং বিশ্বাস না করার বিষয়।

যতই সন্দেহ, যতই অবিশ্বাস, যতই আমার বাজে চিন্তা হোক না কেন সত্য যে, দেশের সংস্ক্রত ও পালি বোডের অধীন সনাতন (হিন্দু) ও বৌদ্ধ ধম্রাবল্বী শিক্ষা প্রতিষ্টানে (পালি টোল) শিক্ষকগণ এই হারেই বেতন পেয়ে আসছেন।

সরকারের হিসাব অনুযায়ী দেশে সংস্ক্রত শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে ১১৯টি এবং (পালি) বৌদ্ধ ধম্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান ৯৮টি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই থেকে তিনজন শিক্ষক ও একজন করে করমচারী রয়েছে।

মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহীদের কাছে বিষয়টি তুলে ধরে এই শিক্ষাপ্রতিষ্ঠান গুলির  শিক্ষকদের দুরদশা লাগবে তার হস্তক্ষেপ কামনা করেছেন সংস্ক্রত ও পালি শিক্ষক সমিতি।


১১ ডিসেম্বার ০৯ বাধবার সমিতির পক্ষ হতে দেওয়া একটি প্রস্তাবনায় এই দাবির পাশাপাশি হিন্দু ও বৌদ্ধ ধরমিয় শিক্ষাকে প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতিতে অন্তভূক্ত করার অনুরোধ করা হয়েছে।


............ চাই এই সব মানুষ গড়ার কারিগড়দের অবস্তা পরিবতন....।।..................

 OtterBox Defender Case for iPhone 3G, 3G S (Black)Apple iPod touch 8 GB (2nd Generation--with iPhone OS 3.1 Software Installed) [NEWEST MODEL]LG Venus VX8800 Phone, Pink (Verizon Wireless)LG Venus VX8800 Phone, Black (Verizon Wireless)OtterBox Commuter TL Case for iPhone 3G , 3G S (Black)iPhone: The Missing Manual: Covers All Models with 3.0 Software-including the iPhone 3GS

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for you Vist my Blogspot.

Thanks
Nibaron Chakma

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷