পৃষ্ঠাসমূহ

শনিবার, ২০ মার্চ, ২০১০

মাননীয় মন্ত্রী,আর কত নিজের অযোগ্যতা প্রমাণ দিবেন?

প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েনের কথা ভাববে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী


শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েনের কথা সরকার ভেবে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরখানে কাঁচপুরা স্কুলমাঠে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
খবর দৈনি প্রথম আলো। তারিখ: ২৩-০২-২০১০


মন্ত্রীমহোদয়, এই ছবিটি সর্বপ্রথম একবার দেখুন।


তারপর আপনার কাছে জানতে চাই, সেনাবাহিনী যদি নিরপেক্ষ হয় তবে, পেছনে ট্রাকভর্তি সেনাবাহিনী আর তাদের শেল্টারে আক্রমন কি করে হয়?


এ মন্তব্য দ্বারা আপনি কি বুঝাতে চাইছেন, সেনা প্রত্যাহার সরকারের ভূল ছিল?


এ মন্তব্য দ্বারা আপনি কি বুঝাতে চাইছেন, সেনা প্রত্যাহারের সময় বিএনপি র বিরোধিতা যুক্তিসংগত ছিল?


এ মন্তব্য দ্বারা আপনি কি বুঝাতে চাইছেন, সরকার নিজের সার্থের জন্য কথা দিতে, কথা ভাংতে পারে?


সেনা মোতায়ন যদি সমস্যা সমাধান হয় তবে, সেনা ক্যেম্পের কাছের পাহাড়ী ঘর পুরলো কেমনে?


আপনি কি জানেন, আমি কিভাবে পিতৃ হারা (এতিম) হই?


আপনি কি জানেন, প্রাথমিক তদন্তে পুলিশ কি প্রমাণ পেয়েছে?


আপনি কি জানাবেন, একটি স্বাধীন দেশে কি করে দুপ্রকার শাসন চলতে পারে?


মন্ত্রী মহোদয়, সেনাবাহিনী বাংলাদেশের জনগণের করের অর্থে চলে, সেনাবাহিনীর এমন কিছু করা কাম্য নয় যে তাদের কোনো কার্যকলাপ এ দেশের জনগণকে বিব্রত করে।


আমি একজন উপজাতি চাকমা সম্প্রদায়ের সন্তান। এজন্য আমি আমার সম্প্রদায়কে দুয়া তুলসী পাতা বলছি না। যে সময় সেনা প্রত্যাহার সে সময়ের আমার একটি পোস্ট ছিলনাম বা সম্প্রদায়ে কি আছে? । আমার জীবন বেড়েওঠা, শিক্ষা সবকিছু ছোটকাল থেকে বাংলী সমাজে। আমার বন্ধু মহলও একজন মারমা সারা আর সবাই বড়ুয়া, মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের। তারাও প্রাত্যেকে কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনায় আমার মা ও বোনের নিরাপত্তা নিয়ে চিন্তায় ছিল। অনেকে আমকে ফোন করে, আমার মা-বোনকে ফোন করে খবরা খবর রাখে। সেনাবাহিনীর আমার দু বন্ধু, আমার পরিবারে কোন সমস্যা কিনা জানতে খোজ খবর নেয়। বিপদে বন্ধুর পরিচয়। এ কথা সবার জানা। আমার বিপদে আমি আমার বন্ধুদের কাছে পায়, এ জন্যে আমি তাদের প্রতি বিশ্বাসী, আস্তাশীল।


তবে সেনাবাহিনী পার্বত্য উপজাতিবাসীর কাছে বিশ্বাসী এবং আস্তাবাজন হতে পারলোনা কেন?
কারণ দুঃজন হলেও সত্য, সংঘাতময় সময় সেনা বাহিনী সাম্প্রদায়ীক চেতনায় অন্ধ হয়ে যায়। তাদের আসল চেতনার পরিচয় দিতে ভূল করে।


আমি নিজেও এক সময়সেনাবাহিনীকে মনে প্রানে ঘৃণা করতাম। মনে হিংসার শপত ছিল, সেনাবাহিনী হত্যা করে বাবার হত্যার বদলা নিব। কারণ, আমার কেটে খাওয়া সহজ সরল দিনজুর বাবাকে নৌকায় আমার চোখের সামনে গুলি করে হত্যা করে । বর্ষার মৌসুমে ব্যাহারের জন্য মার নিজ হাতে সংগ্রহে রাখা লাকড়ি দিয়ে আমার চোখের আমার মাকে ইচ্ছামত পেটানো হয়। যার আঘাতে মা কানে ঠিক মত শুনতে পাননা। আমি অহিংসা ও মানবতার চেতনায় আজ তা মন থেকে মুছে দিয়েছি। ভুলে গেছি সেই সব নিদারুন দিনগুলোর কথা। আপন বলে মেনে নিয়েছি সবাইকে।


বাংলাদেশের যে কোন সাফল্য উচ্চাসিত হয়ে পরি। ক্রিকেট পাগল ছেলে হিসাবে বাংলার আশাফুল, তামিম, সাকিফদের চার চক্কার চিতকার করে উঠি চার, ছয় বলে। তাদের সাফল্য বা জয়ে ছোট খাত পাটি দিই।
বন্ধু, লিংকনকে বলেছিলাম সাম্নের বিশ্বকাপের তারা যদি টিকেট কিনে আমার জন্যও টিকেত কিনতে এবং বলেছিলাম টিকেট যেন চট্টগ্রামের ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের হয়। আনন্দে মেথে উঠি, ২১শে ফেব্রুয়ারী, ১৬ ডিসেম্বার চেতনায়।
গতবছর পিলখানা হত্যাকাণ্ড পিতা হারা ছোট শিশুদের কান্না দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। আজান্তে ঝরে পরেছিল অশ্রু।


অশান্তি চাই না। শান্তি চাই।
মন্ত্রীর এই চোখ রাঙ্গনো মন্তব্যে আসবে পালটা চোখ রঙ্গানো জবাব। সেনা পূণমোতায়ন পরিনামে শান্তি আসবেনা, আসবে অশান্তি। এটা ১০০% ধরে নিতে পারি।


ক্ষমতায় থেকে দুর্বলকে অত্যাচার করার অধিকার পৃথির কারও নেই। যে কোন দেশে যে কোন স্থানে সেনা শাসন মানে সে স্থানে গণতন্ত্রহীনতা।


মন্ত্রী মহোদয়, আপনি গণতান্ত্রীক সরকারের একজন মন্ত্রী হয়ে অগণতান্ত্রীক মন্তব্য করে কেন নিজের অযোগ্যতা প্রমাণ দিচ্ছেন? খুশি হয়েছিলাম, দেশে স্বরাষ্ট্রমন্ত্রী পদে প্রথম নারী হবার খবরে। কিন্তু পরবর্তী আপনার কোন কাজেই খুশি হতে পারিনি। না পিলখানা, না ভিবিন্ন সময়ে আপনার ভিবিন্ন মন্তব্য।
আবারও বলতে চাই, মন্ত্রী মহোদয়, সেনাবাহিনী বাংলাদেশের জনগণের করের অর্থে চলে, সেনাবাহিনীর এমন কিছু করা কাম্য নয় যে তাদের কোনো কার্যকলাপ এ দেশের জনগণকে বিব্রত করে।


যদি সম্ভব হয় বলেদেন, বর্তমান পার্বত্য এলাকায় যেসব সেনা আছে তাঁরা যেন যেকোন প্রকারে এলাকার পাহাড়ি-বাংলিরদের মাঝে সমভাবে বিশ্বস্ততা ও আস্থা অর্জন করে।


তাহলে হয়তো দেখা যাবে, আমাদের এখানের সমতল এলাকার ন্যায় ছোট খাত ঝগড়া, পাড়া মহ্ল্লার মাঝে মারা মারির মত মারামারি হলেও বৃহত আকারের কিছু হবেনা। আর সেনাবাহিনীর প্রতিও কোন প্রকার অভিযোগের আঙ্গুল উঠবেনা।
Avatar (Two-Disc Blu-ray/DVD Combo) [Blu-ray]Dell Inspiron 545 i545-2062NBK Desktop PC with 21.5-Inch Flat Panel Monitor (Piano Black)Dell Super Fast Optiplex Computer With LCD Flat Panel Monitor Included, Big 40 GB (Gigabyte) Hard Drive, 1 GB RAM, P4 Desktop PC, Single Core 2.8Ghz. Processor, XP

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for you Vist my Blogspot.

Thanks
Nibaron Chakma

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷